Header Ads

পত্নীতলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার বিতরন


পত্নীতলা, নওগাঁ : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে পতœীতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন, জাতীয় সংদের হুইপ নওগাঁ-২ পতœীতলা-ধামইরহাট আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম.পি।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার ওয়াজেদ আলী মৃধা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসাহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মেদ সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, সাংবাদিক সূধীজন প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.