জয়পুরহাটে জামালগ্ঞ্জ কলেজে নবীন বরণ
নিশাত আনজুমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের জামালগঞ্জ কলেজে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল দশটায় কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নাসেরুল হক তোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আঃ হান্নু মিয়া, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান সওদাগড়, অনুপ কুমার মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, আবু হেনা রাশেদ, ইয়াছিন আলী মোল্লাহসহ প্রথম বর্ষের শিক্ষার্থীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কলেজের অধ্যক্ষ নাসেরুল হক জানান, ভাল পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের কারনে প্রতিবছরই শিক্ষার্থীরা ভাল ফলাফল করছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি এখন পর্যন্ত সুনামের সাথেই চলছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণি ছাড়াও বিএ, বিবিএস, বিএসসি পাশসহ ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
কোন মন্তব্য নেই