Header Ads

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১২টায় শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক টুটুলসহ অঙ্গ সংগঠনের প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.