Header Ads

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১০ কি: মি: নদীর কচুরীপানা পরিস্কার (ভিডিও)



নওগাঁ : নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১০ কি: মি: নদীর কচুরীপানা পরিস্কার করছেন স্থানীয়রা। এসব কচুরীপানা পরিস্কারের ফলে নদীর স্বাভাবিক গতি ফিরে আসবে এবং স্থানীয়রা নদীর পানি ব্যবহারসহ মাছ চাষ করে বেকারত্ব দুর করতে পারবে এমনটিই বলছেন উদ্যোগতারা।
নওগাঁ শহরের ভিতর দিয়ে প্রবাহিত তুলশীগঙ্গা নদীতে কচুরীপানা জন্ম নেয়ায় নদীর স্বাভাবিক গতি পথ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে এই নদীসংশিষ্ট পারিপার্শ্বিকতা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। কালের প্রবাহে অব্যাহত দখল আর কচুরীপানা জন্ম নেয়ায় নদী হারিয়েছে নাব্যতা। ফলে ফসল উৎপাদনে পানির ব্যবহারসহ মাছ চাষ একেবারেই বন্ধ হয়ে পড়েছে।
তাই তুলশীগঙ্গা নদীতে পুনরায় আগের নব্যতা ফিরিয়ে দিতে স্থানীয়রা নিয়েছেন এক মহৎ উদ্যোগ। এমন উদ্যোগে সারা দিয়ে নারী পুরুষ সে¦চ্ছায় যোগ দিয়েছেন নদী পরিস্কারে। কাজে নিজেকে সংযুক্ত করতে পেরে বেজায় খুঁশি তারা।  গত জুলাই থেকে আজ অবদি তারা পরিস্কার করেছেন দীর্ঘ কি: মি: নদী। আর মাত্র বাঁকি কি: মি:
সামাজিক দায়বদ্ধতা থেকে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী পরিস্কার কার্যক্রম হাতে নেয়া হয়। তবে এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া হবে বলে জানালেন ইউপি চেয়ারম্যান।

এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কচুরীপানা  পরিস্কারের ফলে নদী যেমন ফিরিয়ে পাবে নাব্যতা তেমনি প্রকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে স্থানীয়রা এমন টিই বলছেন তিনি।
এভাবে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব উদ্যোগ গ্রহন করলে নদী সংরক্ষন পরিস্কার পরিচ্ছন্ন করা অনেক সহজ হবে বলে মনে করছেন সচেতন মহল



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.