Header Ads

চালকের চোখের ঘুমেই কেড়ে নিলো ১৮টি প্রাণ । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে আরও ৩০ জনের (ভিডিও)


গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ১৮ জনের মুত্যু হয়েছেন। সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

শনিবার (২৩ জুন) ভোর পৌনে ৫টার রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, আলম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় আহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে আরও আটজনের এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহত যাত্রীদের তথ্যমতে, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও তিনি কোনো কথা শোনেননি। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চোখে ঘুম নিয়ে চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অসাবধানতাকেই দায়ী করেছেন আহত যাত্রীরা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.