মান্দায় আইটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজির (আইটি) প্রয়োগ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান।
এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও তোফাজ্জল হোসেন তোফা, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন প্রমুখ।
কর্মশালায় মান্দা ও নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও তোফাজ্জল হোসেন তোফা, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন প্রমুখ।
কর্মশালায় মান্দা ও নিয়ামতপুর উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই