জয়পুরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন
নিশাত আনজুমান, জয়পুরহাট প্রতিনিধি : সরকারের ইতিবাচক পদক্ষেপসমূহ ও সাফল্য জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে “আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস” উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় হতে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উদ্ভাবনী উদ্যোগে প্রদর্শন ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কোন মন্তব্য নেই