নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত (ভিডিও)
নওগাঁ : বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
শনিবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জিলা স্কুল মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেড়ি স্কুলে গিয়ে শেষ হয়।
পরে কেড়ি স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা পাবলিক সার্ভিসের উপর বিস্তারিত আলোচনা করেন।
কোন মন্তব্য নেই