Header Ads

নওগাঁয় ৮৩ হাজার টাকার জাল নোটসহ ২ জন আটক


নওগাঁ: বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ সিদ্দিক মন্ডল ও হাসান আলী নামে ২ জন আটক করেছে গোয়েন্দা পুলিশ। 
 শুক্রবার (১ জুন) দুপুরে শহরের ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালের দিকে উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যাক্তিকে টাকাগুলোসহ আটক করা হয়। তারা জানায়, টাকাগুলো বিভিন্ন যায়গায় বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। সকালে ওই দুইজনকে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.