Header Ads

নওগাঁর পত্নীতলায় অজ্ঞান পার্টি চক্রের দুই সদস্য আটক

সিয়াম সাহারিয়া,পত্নীতলা, নওগাঁপ্রতিনিধি: 

নওগাঁ: পত্নীতলায় অজ্ঞান পার্টি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমাইর ইউ’পির গনকাহার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার মৃত.শাহাবুদ্দিন শেখের ছেলে মো.সুমন (৪৫) এবং জয়পুরহাট জেলার ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন(২৬)। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তারা ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার থেকে একটি অটো রিক্সা(চার্জার) ভাড়া করে পত্নীতলা উপজেলার খিরসীন মোড়ে যাবার জন্য, রাস্তার মাঝ পথে উপজেলার আমাইর ইউ’পির গনকাহার মোড়ে অটো রিক্সায় থাকা ভিকটিম মুকুল হোসেন (৩৮)কে জুস খাওয়া সহ নানান ভাবে অনুসরন করছিলো। মুকুল হোসেন বুঝতে পেরে আসে পাশে লোকজন কে ডেকে তাদের কে আটক করে। 

পরে অজ্ঞান পার্টির দুজনকে পত্নীতলা থানায় নিয়ে আসা হয়। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে অজ্ঞান পার্টির সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.