Header Ads

আক্কেলপুর পৌর শহরের তিন কিলোমিটার সড়কের বেহাল দশা ।। দূর্ভোগে হাজারো মানুষ

নিশাত আনজুমান. আক্কেলপুর, জয়পুরহাট,  প্রতিনিধি:

জয়পুরহাট :সড়ক তো নয়; এ যেনো মনুণ ফাঁদ। পুরো তিন কিলোমিটার রাস্তা খালা খন্দে ভরা। আর সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় হাঁটুজল। এ দূর্ভোগ যেনো কিছুতেই পিছু ছাড়ছেনা শহরবাসীর। বাধ্য হয়ে চলাচলকারিদের পড়তে হয়, হর হামেশায় দূরঘটনায়। তবে স্থানীয় নেতারা বরাবরে মতোই বলছেন এই সড়কের কাজ শুরু হবে শিঘ্রই, আর দূর হবে জনদূর্ভোগ ।

এই হাল জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর শহরের কেন্দ্রীয় বাস ষ্টান্ড থেকে  থেকে সোনামুখী পর্যন্ত সড়কটির। বিশেষ করে পৌর শহরের মধ্যে তিন কিলোমিটার এ সড়কের অংশের অবস্থা সবচেয়ে খারাপ। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদসহ আশপাশে তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদরাসা, দুটি কলেজসহ বেশ কয়েকটি বেসরকারী কিন্টার গার্ডেন ও কেজি স্কুল অবস্থিত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার থেকে দু’হাজার ছাত্র-ছাত্রী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তাছাড়া পৌর শহরের দুই পাশের একাধিক দোকানপাট ও কারখানার কয়েক শত  শ্রমিকও ব্যবহার করে সড়কটি। সেই সাথে জয়পুরহাট জেলার সাথে নওগাঁ-বগুড়া জেলার সাথে সড়ক যোগাযোগের একমাত্র এই সড়কের দুরবস্থার কারণে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে প্রায় এক ঘণ্টা। তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ-ই এ সড়ক দিয়ে যেতে চায় না। সড়কটির দুরবস্থার জন্য ওভারলোডেড গাড়ি চলাচল ও সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করছে স্থানীয় লোকজন।


কলেজ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজি সফি উদ্দিন  জানান, জরুরী প্রয়োজনে এই বাজার থেকে শহরের পশ্চিম ( স্টেশন রোড ও রেলগেট এলাকা) বাজারে গেলে আমি পায়ে হেটে যাই। সড়কের যে অবস্থা তাতে রিক্সা-ভ্যানে চরেও চলা ফেরা দায়। বেহাল সড়কে স্থানীয় বাসিন্দাসহ রিক্সা-ভ্যান চালকদের ভোগান্তি যেন শেষ নেই। 

থানা মোড় এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘সামনে বর্ষা মাস এখনিই যে সড়কের অবস্থা। আল্লাই জানে কি হবে।  তাই আমি থানা মোড় থেকে পুরাতন থানার পিছন দিয়ে সড়কটিদিয়ে বেশী চলাচল করি।

আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, পৌর শহরের মধ্য দিয়ে মেইন রোডটি পৌরসভার নয়। রোডটি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের জয়পুরহাট-২ আসনের এমপি স্বপন আগামী রোজার মধ্যেই কাজ শুরু করার কথা আমাকে জানিয়েছেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সড়কটির নাজুক অবস্থার কারণে উপজেলার কোন এলাকায় কোনো ঘটনা ঘটলে পুলিশ সময়মতো পৌঁছতে পারে না।
উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় ভয়াবহ রূপ নিতে পারে।

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন  জানান, সড়কটির কাজের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রোজার মধ্যেই সবার আগে আক্কেলপুর শহরে কাজ শুরু হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.