Header Ads

আত্রাইয়ে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আত্রাই, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ: আত্রাইয়ে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে মিন্টু (৫০) ও রিকু (৩২) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলশি। এসময় মিন্টুর কাছ থেকে ২গ্রাম হেরোইন ও রিকুর কাছ থেকে ৭পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজলোর পারকাসুন্দা এলাকায় অভিযান চালিয়ে মিন্টুকে এবং মঙ্গলবার দুপুরে রিকুকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মিন্টু উপজলোর পারকাসুন্দা গ্রামের ঘেতু শাহ্র ছেলে ও রিকু উপজলোর সাহেবগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.