নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে, ৯ দিনে আটক-১৪
সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ) :
নওগাঁ : পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ দিনে ১৪ জন আটক করা হয়েছে। ১৮ মে থেকে ২৬ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে যানা যায়, (১৮ মে) এক কেজি গাঁজাসহ আটক ১ জন, বিশেষ ক্ষমতায় বিজিবি কতৃক ২৭০ বোতল ফেন্সিডিল সহ আটক ২জন। (১৯ মে) ১০ পিচ ইয়াবাসহ আটক ১জন। (২০মে) দুই কেজি গাঁজা সহ আটক ২ জন। (২১ মে) এক পুইরা হিরোইন ও পাঁচ পিচ ইয়াবাসহ আটক ২ জন,এবং র্যাব কতৃক ৩৬০ পিচ ইয়াবাসহ আটক ১জন। (২২ মে) ৩৫ পিচ ইয়াবাসহ আটক ২ জন। (২৩মে ) পাঁচ পিচ ইয়াবাসহ আটক ১ জন। (২৪মে) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১জন। (২৫ মে) ২০ পিচ ইয়াবাসহ আটক ১ জন।
পতœীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম রমজান থেকে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযান আগামী ১০ রমজান পর্যন্ত পরিচালনা হবে। আটককৃতদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
কোন মন্তব্য নেই