Header Ads

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের নওগাঁয় ১১ জন আটক (ভিডিও)


নওগাঁ : নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বিশেষ ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ চক্রের ১০ সদস্যসহ বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশের বিশেষ শাখা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। বাইপাস সড়কের নিকটস্থ শহরের কোমাইগাড়ী মহল্লার জনৈক তাজুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ডিভাইসগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন দুপুর আড়াইটায় তাঁর মিলনায়তনের আয়োজিত এক প্রেস ব্রিফিং-এসব তথ্য প্রদান করেছেন। সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁর দেয়া তথ্য মতে জানা গেছে ২০১৪ সালে প্রকাশিত নিযোগ বিজ্ঞপ্তি অনুসারে শনিবার অনুষ্ঠিতব্য নিযোগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনার তথ্য পুলিশের নিকট ছিল। সেভাবে পুলিশ প্রস্তুতও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হকের নেতৃত্বে জেলা পুলিশের বিশষে শাখার একদল সদস্য প্রথমে কোমাইগাড়ী মহল্লার জনৈক হাবিলের ছেলে তাজুলের বাড়ি তল্লাশী চালিয়ে ডিভাইসগুলো উদ্ধার করেন। এসব তাজুলের বাড়ির সবাই পলাতক ছিল।

তিনি জানান এই চক্র পরীক্ষার কেন্দ্রে  পরীক্ষার্থী সেজে প্রবেশ করে প্রশ্নপত্র নিয়ে বেড়িয়ে আসে। পরবর্তীতে ঘরে বসে উত্তরগুলো অর্থের মাধ্যমে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নিকট এসব ডিভাইসের মাধ্যমে পৌঁছে দিচ্ছিল। ক্ষেত্রে পরীক্ষার্থীরা কানে অতি ছোট এক ধরনের ওয়াররেস যন্ত্র ব্যবহার করছিল এবং পকেটে ব্লুটুথের মত একজ ধরনের যন্ত্র ব্যবহার করেছিল। ঘর থেকে একযোগে এসব পরীক্সাথীদের নিকট উত্তর সরবরাহ করা হচ্ছিল।

পরে এসব ভিভাইসের সুত্র ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সদর উপজেলার তিলকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের কন্যা তহমিনা আকতার(২৭), ধোপাইকুড়ি গ্রামের আজিমুদ্দিনের কন্যা আতিয়া সুলতানা বিথি (২৬), পতœীতলা উপজেলার সিধাতৈল গ্রামের মোসাদ্দেক হোসেনে স্ত্রী মোছাঃ সুইট পারভীন (২৬), চক শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র নেশারুল হক (৩২) বনগ্রামের মজিবর রহমানের পুত্র মিলন হোসেন (৩৫),  ধামইরহাট উপজেলার দক্ষিন শ্যামপুর গ্রামের মঈন উদ্দিন মন্ডলের পুত্র মোরশেদুল আলম (৪৫) বর্জেগঞ্জ গ্রামের মাজেম উদ্দিনের কন্যা সবিনা ইয়াসমিন (২৭), মহাদেবপুর উপজেলার বারবাকপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র ফরহাদ হোসেন (৩৫), ভীমপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র মামুনুর রশিদ (৩২) এবং নওগাঁ শহরের পার-নওগাঁ মহল্লার গোলাম মোস্তফার কন্যা মুক্তা আকতার (২৫)

ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.