পত্নীতলার গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিয়াম সাহারিয়া,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ মে পত্নীতলাউপজেলার পাটিচড়া ইউনিয়ন সভা কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রায়হানুল আলম এর সভাপতিত্বে সকাল হইতে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদের সদস্যগন, গ্রাম পুলিশ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা,শিক্ষক,নারী নেত্রী,ব্যবসায়ী,ডাক্তার,এনজিও কর্মীসহ মোট ৫০ জন সদস্য নিয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কমিউনিটি মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীন (ইএসডিও), গ্রাম আদালত সহকারী মোঃ আকবর আলী (ইএসডিও), ইউপি সদস্য মোছাঃ আসমা বেগম ও মোঃ আশরাফুল ইসলাম, প্রমুখ। কমিউনিটি মতবিনিময় সভায় গ্রাম আদালতের অধ্যাদেশ, আইন, এখতিয়ার, ক্ষমতা, আবেদন দাখিলের সময়, ফিস,সমন জারী, সদস্য উপস্থির অনুরোধ পত্র, আদালতের গঠণ, বিচার প্রক্রিয়া,ক্ষতিপূরণ আদায় ইত্যাদি বিষয়ে বিশদ ভাবে আলোচনা হয়।
কোন মন্তব্য নেই