Header Ads

ধামইরহাটে দরিদ্র আদিবাসীর বিয়েতে পাশে দাড়ালো দেখাবো আলোর পথ

ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি :


নওগাঁ: ধামইরহাটে অসহায় দরিদ্র আদিবাসীর (খ্রিষ্টান) বিয়েতে পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন দেখাবো আলোর পথ। 

মেয়ের বিয়ের জন্য বিভিন্ন উচ্চ মহলে সাহায্যের হাত পাতলে তারা সর্বোচ্চ শত টাকার বেশি দেন নি। দরিদ্র এই পরিবারের মেয়েটির কথা ভেবে উপজেলার পৌর সদরের দক্ষিন চকযদু (মাহালীপাড়া) গ্রামের লুইস হেমরমের স্ত্রী  ফিরসিলা হেমরমকে দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান সংগঠনের পক্ষ  হতে হাজার টাকা প্রদান করেন।  

এছাড়াও দেখাবো আলোর পথের সহকর্মী সাংবাদিক আবুমুছা স্বপন ওই পরিবারকে সমাজসেবা অফিস, সুশিল সমাজের কয়েকজনের সহায়তায় হাজার টাকা প্রদান করেন।  

দেখাবো আলোর পথের সভাপতিমেহেদী হাসান বলেন, আমরা দেখাবো আলোর পথ সবসময় মানুষকে আলোর পথে ধাবিত করার  প্রচেষ্টায় নিয়োজিত আছি। মাদক, বাল্য বিবাহ যৌতুক বিরোধী ক্যাম্পেইন করা ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডেও আমরা সম্পৃক্ত ছিলাম, আছি ভবিষ্যতে থাকব।উল্লেখ্য একই গ্রামে ২২ মে ওই বিবাহটি অনুষ্ঠিত হয়।  

এমন সহযোগিতা করার জন্য বেনিদুয়ার ক্যাথলিক চার্চ মিশনের ফাদার কর্ণেলিউস মুর্মু সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.