ধামইরহাটে আলমপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
ধামইরহাট, নওগাঁ, প্রতিনিধি :
নওগাঁ: ধামইরহাটে ৩নং আলমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (২৩ মে) দুপুর সাড়ে ১২ টায় আলমপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত এ বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, ইউপি সদস্য আশরাফহোসেন, আতিকুর রহমান, নারী ইউপি সদস্য ও সংশ্লিষ্টরা ইউপি সদস্য, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদীসহ স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।
সভায় রাজস্ব আয় ও সরকারী উন্নয়ন অনুদানসহ মোট ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৩২ টাকা আয় ও রাজস্ব ব্যয় ও সরকারী উন্নয়ন ব্যয় বাবদ ৩ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৩২ টাকা ব্যয় হিসেবে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও জনগণকে সরকারী অনুদানের পাশাপাশি রাজস্ব প্রদান করে গ্রামীন অবকাঠামোর উন্নয়নে আহবান জানান।
কোন মন্তব্য নেই