Header Ads

পত্নীতলার গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত


সিয়াম সাহারিয়া,পত্নীতলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়ন সভা কক্ষে  মোট ৫০ জন সদস্য নিয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মো.আবুল কালাম আজাদ  এর সভাপতিত্বে  সকাল হইতে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদের সদস্যগন, গ্রাম পুলিশ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা,শিক্ষক,নারী নেত্রী,ব্যবসায়ী,ডাক্তার,এনজিও কর্মী উপস্থিত ছিলেন।

  ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কমিউনিটি  মতবিনিময় সভার আয়োজন করে। 

উক্ত কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো.সেলিম উদ্দীন (ইএসডিও), ইউপি সচিব মো.ফরহাদ হোসেন, গ্রাম আদালত সহকারী মো.মতিউর রহমান (ইএসডিও),ইউপি সদস্য মোছা.জয়নুর বেগম ও মো.ফয়জুল ইসলাম,নিরমইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.