Header Ads

বদলগাছী থেকে মাদকসহ স্বামী স্ত্রী আটক



নওগাঁ: নওগাঁর বদলগাছী থেকে মাদকসহ মোঃ আলম হোসেন (৩৫) এবং মেঘলা বেগম (৩০ ) নামে দুই মাদকব্যবসায়ী স্বামী স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) সদস্যরা। 

শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি উপজেলার হলুদবিহার থেকে তাদের আটক করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, এরা 
স্বামী স্ত্রী দির্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। শুক্রবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের বাড়ি থেকে ৩২ গ্রাম হিরোইন এবং ২১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাদের  বিরুদ্ধে নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.