মান্দায় মাদক নির্মুলে পুলিশের সাড়াশী অভিযান
মোঃ হাবিবুর রহমান,মান্দা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মান্দায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে মাদক বিরোধী ওসি আনিছুর রহমান ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, মাদকসেবী ও বিক্রেতাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
ওসি আনিছুর রহমানের নেতৃত্বে প্রতি নিয়ত মাদকসেবী ও বিক্রেতাদের ধড় পাকড় অব্যাহত রয়েছে। এদের মধ্যে অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। আবার অনেকে এলাকা ছেড়ে আতœ গোপন করেছে। এখন মান্দায় মাদক সেবী ও বিক্রেতারা আতংকে দিন কাটাচ্ছে। খোজ খবর নিয়ে জানা গেছে মান্দার ভয়াবহ মাদক স্পট গুলো প্রায় নির্মুলের পথে। মান্দার কুখ্যাত গাঁজা, ইয়াবা, বাবা, ফেনসিডিল ব্যবসায়ী লাটাকে ধরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মান্দা থানায় খোজ খবর নিয়ে দেখা গেছে ওসি আনিছুর রহমানের নেতৃত্বে প্রতিদিন ১৫ থেকে ২০ জন মাদক সেবী ও বিক্রেতাদের ধরে মাদক আইনে মামলা দিয়ে আবার অনেক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছেন। গতমাসে প্রায় ৫০০ জন মাদকসেবী ও বিক্রেতাকে ধরে জেল হাজতে পুরা হয়েছে। সব মিলে মান্দা এখন প্রায় মাদক শূন্য। ওসি আনিছুর রহমান এই মহৎ উদ্যোগকে মান্দার সুশীল সমাজ সহ সর্বস্তরের লোক স্বাগত জানিয়েছেন। ওসি আনিছুর রহমান আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন মাদকের বিরুদ্ধে আপোষহীন ভাবে লড়াই চালিয়ে যাব।


কোন মন্তব্য নেই