নওগাঁয় মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমীকরা (ভিডিও)
বরেন্দ্র ডেক্স : আজও মজুরী বৈষম্যের শিকার বরেন্দ্রের নারী শ্রমিকরা। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করলেও পুরুষের তুলনায় নারীরা পাচ্ছেন অর্ধেক মজুরী। নরী সংগঠকরা বলছেন আইনের প্রয়োগ না থাকায় নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না।
সংসারে স্বচ্ছলতা আনতে আজ নারীরাও কর্মসংস্থানের খোঁজে বের
হয়েছেন ঘরের বাহিরে। পুরুষের পাশাপাশি পাল্লা দিয়ে কাজ করলেও তারা হচ্ছেন মজুরী বৈষম্যের
শিকার।
নওগাঁর চাতাল (চাল কল) শ্রমিক। সূর্য ওঠার সাথে সাথে হাজির
হতে হয় চাতালে। পুরুষদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয় নারী শ্রমিকদের। তবে পুরুষের
মতো দিন গেলে টাকা পান না তারা। ৪০০ মন ধান শুকিয়ে উঠানোর পর তারা পান ৯০ কেজি চাল
ও ৮০০ টাকা। আর এ চাল ও টাকা ভাগ করে নেন নারী শ্রমিকরা। এক জন পুরুষ শ্রমিক যেখানে
দিনে পান ৫০০ থেকে ৬০০ টাকা। সেখানে এক জন নারী শ্রমিক ৩ থেকে ৪ দিন কাজ করে পান ১০
কেজি চাল ও ৮০ টাকা।
মহিলা বিষয়ক কর্মকর্তা, ইসরাত জাহান জানান, শ্রম আইনে নারী
পুরুষ সবার মজুরি সমান। কিন্তু সচেতনতার ও
সঠিক প্রশিক্ষণের অভাবেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা।
জেলা প্রশাসক, মিজানুর রহমান বলেন, সচেতনতার বিকল্প নেই।
সতেচনতার মাধ্যমেই দূর করা যেতে পারে এ বৈষম্য। তবে নারী শ্রমিক মজুরি বৈষম্যের অভিযোগ
পেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা।
নারী-পুরুষের এই বৈষম্য দূর করতে নারী উন্নয়ন নীতিমালার দ্রুত
বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


কোন মন্তব্য নেই