সাংবাদিকের উপর ডিবি পুলিশের হামলার প্রতিবাদে নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন
নওগাঁ : বরিশালে ডিবিসির ক্যামেরা পার্সনের উপর ডিবি পুলিশের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার (১৪ মার্চ) বিকেলে শহরের মুক্তিরমোড় প্রধান সড়কের পাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তরা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শুধুমাত্র ক্লোজড বা কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওই ডিবি পুলিশদের যথাযথ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


কোন মন্তব্য নেই