Header Ads

নওগাঁয় দু’দিনব্যপী পরিবার পরিকল্পনা মেলা শুরু


📹ভিডিও
 

বরেন্দ্র ডেক্স : নওগাঁয় দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত শহরের পিটিআই চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিভিলসার্জন ডাঃ মোঃ মোমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, পরিবার পরিকল্পন বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এবং সহকারী পুলিশ সুপার সদর দপ্তর নওগাঁ মোঃ মতিয়ার রহমান। 

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়সহ জেলার ১১টি উপজেলা থেকে পরিবার পকিল্পনা বিভাগের পৃথক পৃথক ষ্টল মেলায় অংশ  নেয়। এ ছাড়াও জেলা তথ্য অফিসের একটি পৃথক ষ্টলে তথ্য মন্ত্রনালয়ের প্রকাশনাসমূহ পম্রদর্শিত হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.