নিয়ামতপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুইজন শ্রমিক নিহত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন, নিয়ামতপুুর উপজেলার মানাকুড়ী গ্রামের হারেছ আলীর ছেলে আনিছুর রহমান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের সুজন রহমান (২৫)।
আহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে ছামাউন ইসলাম (২৫) ও গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের মাইনুর হোসেন (৩০), বাঙ্গাবাড়ী গ্রামের মিঠুন (২৫) ও মাইনুল ইসলাম (২৮)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত মাইনুর ও ছামাউনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাবতলী গ্রামের আবুল হোসেন নামের এক ব্যবসায়ীর ফিলিং স্টেশনের জন্য উপজেলার গাবতলী বাজার এলাকায় মান্দা-নিয়ামতপুর সড়কের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। গতকাল সকাল থেকেই শ্রমিকেরা কাজে যোগ দেন। বেলা ১১টার দিকে হঠাৎ করেই দোতলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আনিছুর ও সুজন নামের দুই শ্রমিক আহত হন। আহত হন আরও চার শ্রমিক। তাঁদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুত্বর আহত দুই শ্রমিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই