Header Ads

নওগাঁয় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের স্মারক লিপি প্রদান



নওগাঁ প্রতিনিধি:চলমান নিয়োগবিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যা সমাধানের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করেছে নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীর নেতৃবৃন্দ। গতকাল দুপুরে উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নওগাঁ ড. কস্তুরী আমিনা কুইনকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  অধিদপ্তরের মহাপরিচালকে প্রদত্ত স্মারক লিপির অনুলিপি প্রদান করা হয়। এ সময় সহকারী পরিচালক (সিসি) কামরুল আহসান টিপু উপস্থিত ছিলেন। 
স্মারক লিপিতে উল্লেখ করা হয়- পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪৫০০ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৩৫০০জন পরিবার কল্যান সহকারী সর্বমোট ২৮০০০ মাঠ কর্মচারীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সদস্যগণ ১৯৭৬ইং সালে চাকুরীতে যোগদানের পর থেকে নিয়োগ বিধি না থাকায় অবর্ণনীয় চাকরীগত বৈষম্য, ব না ও যন্ত্রণা ভোগ করে আসছেন। তা নিরসনের নিমিত্তে ৬টি দাবী উত্থাপন করা হয়। এসময় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীর নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কার্যকর করা না হলে ১লা মার্চ, ১৮ইং তারিখ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাওসহ মানববন্ধনের মত যে কোন কঠোর কর্মসূচীসহ লাগাতার আন্দোলনে যাওয়া হুশিয়ারী দেওয়া হয়। এসময় উক্ত সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানসহ অর্ধশতক মাঠ কর্মচারীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.